সাধারণ সম্পাদকের কথা

সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি । দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সকল কার্যক্রম পরিচালনা করা হবে। ব্রাহ্মণবাড়িয়াবাসীর সকল শ্রেণি পেশার মানুষের একটি প্রিয় সংগঠন হিসাবে সমিতিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে সকল মহলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে নেয়ার জন্য সকল সদস্যের প্রতি আহবান জানাচ্ছি । একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে সমিতির সকল কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পাদনের জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি ।

 

ইঞ্জিনিয়ার মোঃ খালেদ হোসেন মাহবুব (শ্যামল)
সাধারণ সম্পাদক