সভাপতির কথা

আমি সত্যি অভিভূত, প্রীত। ব্রাহ্মণবাড়িয়ার মা, মাটি ও মানুষের ভালোবাসায় মুগ্ধ। মানুষের মমতা, স্নেহ ভালোবাসা আমাকে কাজে প্রতিশ্রুত করেছে। আমি নতুন এক ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্ন দেখি। যে ব্রাহ্মণবাড়িয়ার শান্তি সম্প্রীতি সমৃদ্ধ, উন্নয়ন এবং নিরাপদ হবে এবং সমস্ত দেশের জন্য হবে আদর্শ। তাই এ এলাকার মানুষের সুখ দুখের ভাগ নিতে চাই।

আমি মনে প্রাণে বিশ্বাস করি, এই ব্রাহ্মণবাড়িয়া মহতি মানুষের জন্মভূমি।

জনাব এম এ খালেক, পিএসসি
সভাপতি